শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাতীয় নাট্যশালায় ফেইম-এর দুই দিনব্যাপী নাট্যায়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বছরব্যাপি আয়োজনের অংশ হিসেবে দলটির দুটি দর্শকনন্দিত প্রযোজনা নিয়ে রাজধানীর শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপি নাট্যায়োজন করছে। শুক্র ও শনিবার এই নাটক মঞ্চস্থ হবে। বিগত সময়ে ফেইম দেশে এবং দেশের বাইরে নিজেদের নাটক নিয়ে প্রশংসিত হয়েছে। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এন.এস.ডি)’র আয়োজনে অনুষ্ঠিত ‘ভারত রঙ মহোৎসব’-এ বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৬ বার অংশগ্রহণ করেছে। এছাড়া বিশ্বের অন্যতম নাট্যায়োজন ‘৮ম থিয়েটার অলিম্পিক’-এ দলটির নাটক প্রশংসিত হয়েছে। আজ সন্ধ্যা ৭ টায় ফেইম মঞ্চস্থ করবে স্যামুয়েল বেকেট এর বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন’ নাকটি। নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। দুজন মানুষের অনন্ত অপেক্ষা কোনো এক ছোট্ট আশার জন্য, এ যেন সমস্ত মানবকূলের প্রতীক্ষা। বেকেট-এর ভিন্নধর্মী এই নাটকে কিছুই না ঘটার ভেতর দিয়ে ঘটতে থাকে দুজন মানুষ সৃষ্ট নানান অদ্ভুত সব কাণ্ড। গতানুগতিক ধারার বাইরের সংলাপ বুননে এ নাটক হয়ে উঠেছে কালোত্তীর্ণ ট্র্যাজি-কমেডি। এটি ফেইম এর ২৬তম প্রযোজনা। ৩ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে বিখ্যাত গ্রীক নাট্যকার সফোক্লেস-এর কালোত্তীর্ণ ট্র্যাজেডি ‘অয়দিপাউস’। নিয়তির নিষ্ঠুর ছকে যেখানে রাজা অয়দিপাউস পতিত হয় করুণ পরিণতিতে। সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষ-এর অনুবাদে এটি ফেইম এর ৫ম প্রযোজনা। উল্লেখ্য এই প্রযোজনাটি ভারতে ‘২০তম ভারত রঙ মহোৎসব’ এ অংশগ্রহনণকরেছিল। দুটি নাটকেরই ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন এন.এস.ডি প্রাক্তণী, ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন