শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অভিনয়ের চেয়ে বিভিন্ন অনুষ্ঠানে মিমের ব্যস্ততা বেশি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

বিদ্যা সিনহা মিমের ব্যস্ততা আগের চেয়ে বেড়ে গেছে। তার এ ব্যস্ততা শুটিংয়ের চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন ও স্টেজ শোতে পারফর্ম করা নিয়ে। গত সপ্তাহে তিনি একটি প্রতিষ্ঠানের ফটোশুটে ও একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন। গতকাল নারায়ণগঞ্জের চাষারাতে একটি নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর দু’টি স্টেজ শো’তেও অংশ নিবেন তিনি। বিদ্যা সিনহা মিম বলেন, ‘এটা সত্যি বছরজুড়েই আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। আবার স্টেজ শো’তেও অংশ নিতে হয়। এখন এ ব্যস্ততা বেড়েছে পরাণ সিনেমার সাফল্যের পর। ঈশ^রের কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমার উপর সবসময় সহায় থাকেন। আমার বাবা মায়ের আশীর্বাদ, ভক্ত দর্শকের দোয়া ভালোবাসা নিয়ে আমি আগামীর পথে এগিয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা, পরাণ সিনেমাটি দেখতে এখনো দর্শক হলে হলে যাচ্ছে। পরাণ দেখে চলচ্চিত্রের আরেকটি মাইলফলক সিনেমায় পরিণত করেছেন তারা। এজন্য দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ, দর্শকই পারে একটি সিনেমার হিসেব-নিকাষ বদলে দিতে। পরাণ হলে হলে দর্শকের যে জোয়ার সৃষ্টি করেছে, তা এখনো অব্যাহত। এই জোয়ার বছরজুড়ে থাকুক, কিংবা তারও পরে অব্যাহত থাকুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন