চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। সিনেমাটির নির্মাণ কাজ বছরের শেষের দিকে শুরু হবে। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। সিনেমার নাম ‘লাল শাড়ি’ কেন? এমন প্রশ্নের জবাবে অপু জানান, লাল রং সব কিছুর সঙ্গে মানায়। এই যেমন, বিয়ের সময় মেয়েরা লাল শাড়ি পরে, কাউকে প্রপোজ করতে গেলেও পরে। যেমন আমি প্রপোজ করতে গিয়ে লাল শাড়ি পরেছিলাম। আবার আমরা মেয়েরা যখন মা হই, বেবি শাওয়ারের সময়ও মা আমাকে লাল শাড়ি পরিয়ে দিয়েছিল। তো এসব বিষয় নিয়ে লাল শাড়ি সিনেমার নামকরণ করা হয়েছে। বাকিটা সিনেমার মহরতের সময় বিস্তারিত বলব। উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’র সহপ্রযোজক অপু বিশ্বাস। সিনেমার কেন্দ্রীয় চরিত্রেও তিনি অভিনয় করবেন। বর্তমানে সিনেমাটির অন্যান্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি দীর্ঘ সময় ধরে সিনেমায় অভিনয় করছি। একজন নায়িকা হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের জ্ঞান ভাণ্ডার’কে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। যেহেতু লালশাড়ি’র গল্পটি আমার জানা, তাই এই সিনেমার গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে আমি অভিনয় করব। একজন শিল্পী হিসেবে ভালো গল্পের ভালো চরিত্রে কাজ করার প্রবল স্পৃহা সবসময়ই থাকে। লালশাড়ি’র গল্পটা এতো চমৎকার যে তা দর্শককে মুগ্ধ করবে। আর আমি যে চরিত্রটিতে অভিনয় করবো সেই চরিত্রটিও এক কথায় অসাধারণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন