শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আমিরাতের জাতীয় আয় দ্বিগুণ বেড়েছে

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আয় বেড়ে ২০১৬ সালের শেষনাগাদ ১.৮ ট্রিলিয়ন দিনারে দাঁড়াচ্ছে। দেশটির অর্থমন্ত্রী সুলতান বিন সাইদ আল মনসুরি শনিবার এ কথা জানান। বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বছর বছর জিডিপি ২০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১১ বিলিয়ন থেকে এখন ১.৫৮ ট্রিলিয়ন দিনারে দাঁড়িয়েছে, যা বছরের শেষ নাগাদ ১.৮ ট্রিলিয়ন দিনারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, ২০১৫ সালে স্থির মূল্য বেড়েছে ৩.৮ শতাংশ, যা ২০১৪ সালে ছিল ৩.১ শতাংশ। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, ২০১৬ সালে জিডিপি ৩ থেকে ৩.৫ শতাংশ বাড়তে পারে এবং আগামী অর্থবছরে তেলের মূল্যের ক্ষতি পুষিয়ে তা ৪ শতাংশ ছাড়িয়ে যাবে। মুবাশের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Imrul ৫ ডিসেম্বর, ২০১৬, ১:৩৩ এএম says : 0
amader je kobe barbe
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন