বর্তমান সময়ে কালজয়ী গানকে ভিন্নভাবে উপস্থাপনের ট্রেন্ড চলছে। পুরনো ও জনপ্রিয় গান নতুন আঙ্গিকে মিউজিক করে উপস্থাপন করার বিষয়টি ভিন্ন মাত্রা দান করে। শ্রোতাদেরও ভাল লাগে। এ ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘পরদেশী মেঘ’গানটি নতুন আঙ্গিকে ভিডিও চিত্র নিয়ে আসছে নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী চাঁদনী। গানটি› আবৃত্তি করেছেন চাঁদনী এবং কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী। গানটির গীতায়োজন করেছে শাহরিয়ার আলম মার্সেল। গানটি নৃত্য এবং অভিনয় আঙ্গিকে তৈরি করা হয়েছে। কক্সবাজারের মনোরম লোকেশনে শুটিং হয়েছে গানটির। নতুন আঙ্গিকে এই গানটি নিয়ে চাঁদনী বলেন, নতুনভাবে গানটি সবার সামনে উপস্থাপন করতে আমরা সবাই বেশ পরিশ্রম করেছি। ভিন্ন আঙ্গিকের এই মিউজিক ভিডিওটি আশা করি সবার মন কাড়বে। নির্মাতা নির্ঝর চৌধুরী বলেন, গানটিতে দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি পাশ্চাত্যের বাদ্যযন্ত্রও ব্যবহার করা হয়েছে। আশা করছি, ব্যতিক্রমধর্মী এই কাজটি সবার ভাল লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন