গত কয়েক মাসে একের পর এক সিনেমা মুক্তি পাওয়ায় চলচ্চিত্রাঙ্গণে কিছুটা হলেও সুবাতাস বইছে। দর্শকরাও হলমুখী হচ্ছে। বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। গত দুই ঈদে সিনেমা মুক্তির ধারাবাহিকতায় এখন নির্মাতারাও সিনেমা মুক্তি দেয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। তারা মনে করছেন, সিনেমা হলে দর্শক ফেরার এই সময়ে ধারাবাহিকভাবে ভালো মানের সিনেমা মুক্তি নিশ্চিত করতে হবে। না হলে দর্শক ধরে রাখা যাবে না। এ প্রেক্ষাপটে এ মাসে মুক্তি পাচ্ছে প্রায় ৯টি সিনেমা। সাম্প্রতিক বছরগুলোতে এটি নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে। নির্মাতারা মনে করছেন, এসব সিনেমার বেশ কয়েকটি দর্শক আকৃষ্ট করতে সক্ষম হবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি জানায়, এ মাসে ৯টি সিনেমা মুক্তির আবেদন পড়েছে। ২ সেপ্টেম্বর মুক্তির আবেদন করেছে রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’, ৯ সেপ্টেম্বর আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ ও শামীম আহমেদ রনীর ‘লাইভ’, ১৬ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’, ২৩ সেপ্টেম্বর মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ ও দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ এবং ৩০ সেপ্টেম্বর মুক্তির আবেদন করেছে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’। এ সব সিনেমায় জয়া আহসান, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ইমন, সাইমনের মতো তারকারা অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন