শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সুবর্ণচরে ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ভাসানচর আশ্রয় শিবিরের ৮০নং ক্লাস্টারের গুলবাহার, মো. খায়রুল আমিন, মো. ফারুক, মো. তুষার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে চারজন রোহিঙ্গা নাগরিক ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সুবর্ণচর উপজেলায় আসে। সকালে সুবর্ণচরের চরক্লাক ইউনিয়নের জনতা বাজার এলাকায় এক নারীসহ ২ যুবক ঘুরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপর এক রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করে স্থানীয় লোকজন।

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ বলেন, গতকাল সকালের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয় শিবির থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। একই দিন দুপুর ১টার দিকে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন