শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাসানচরে ২ রোহিঙ্গা আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে আক্তারকে বিদেশি নাগরিক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি রফিককে সতর্ক করে ১০ হাজার টাকা জামানত রেখে ছেড়ে দেওয়া হয়েছে। গত রোববার রাতে ভাসানচরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, আশ্রয়ণের ৫০নং ক্লাস্টারের এইট/১৫ কক্ষের সিদ্দিকের ছেলে আক্তার ও ৪৮নং ক্লাস্টারের সি/১৩ নং কক্ষের নুর আহম্মদের ছেলে রফিক।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার এপিবিএন সিভিল টিম ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গাকে আটক করে। আটককৃত আসামি আক্তারকে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়। ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আক্তারের বিরুদ্ধে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার ঘটনায় বিদেশি নাগরিক আইনে মামলা রয়েছে।
তাকে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন