শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মালয়েশিয়াগামী ট্রলারডুবে ২৮ রোহিঙ্গাসহ ৩২ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১০:৫৫ এএম

কক্সবাজারের টেকনাফে মালেশিয়া পাচারের সময় সাগর পাড় থেকে তিনজন নারীসহ ২৮ জন রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে। এসময় আরও চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে তাদের আটকের পর ভিকটিমদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ।

তিনি জানান, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হলবনিয়া ও বাইন্যা পাড়া নৌকার ঘাট বরাবর গভীর সাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন বোটের তলা ফেটে সাগরে তলিয়ে গেছে। বোটে থাকা রোহিঙ্গা ও দালালরা বিভিন্ন উপায়ে সাগরকূলে উঠে আসলে রোহিঙ্গা ও দালালদের আটক রাখা হয়েছে। ডুবিত বোটে আনুমানিক ৫০জন ছিল বলেও জানা গেছে ।

এবিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন