এখন পাশ্চাত্য সঙ্গীতের অঙ্গনে দুই তারকা টেলর সুইফ্ট (ছবিতে ডানে) আর কানিয়ে ওয়েস্টের মাঝে দ্ব›দ্ব চলছে। এই দ্ব›েদ্ব প্রথম জনের পাশে দাঁড়িয়েছেন গায়িকা অভিনেত্রী সেলেনা গোমেজ। কানিয়ে তার একটি গানে টেলরকে নিয়ে কটাক্ষ করার পর এই বিবাদের সূচনা হয়।
তারকাদের মধ্যে যে সেলেনাই একমাত্র টেলরের পাশে দাঁড়িয়েছেন তা নয়। এদের মধ্যে আছেন ‘অরেঞ্জ ইজ দ্য নিউ বø্যাক’ তারকা রুবি রোজ। তিনি টুইটারের মাধ্যমে কানিয়ের প্রতি প্রতিবাদ জানিয়ে টেলরকে সমর্থন দিয়েছেন।
টেলরের (২৬) বন্ধু জিগি হাদিদও সোশাল মিডিয়ার মাধ্যমে তার সমর্থন জানিয়েছেন। ফ্যাশন মডেল এবং টিভি ব্যক্তিত্ব হাদিদ লিখেছেন : “আমি অন্য জায়গায় আছি মানে এই নয় যে গানের মাধ্যমে যা বলা হয়েছে তা আমি সমর্থন করছি। আমার বন্ধু আমার বিশ্বস্ততা সম্পর্কে জানে।”
অভিনেত্রী জাইমে কিং লিখেছেন : “আমি আজ খুব দুঃখ পেয়েছি এবং বিরক্ত হয়েছি। আমি আমার বোনের পাশে আছি। সব সময়।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন