শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাংলাদেশে সর্বপ্রথম পিৎজাহাটের মেয়েদের দ্বারা পরিচালিত শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৭ পিএম

বাংলাদেশের সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড পিৎজাহাট, যমুনা ফিউচার পার্কের লেভেল ৫ ফুড কোর্টের স্টোরটি মেয়েদের দ্বারা পরিচালিত হবে বলে ঘোষণা করেছে। নারীর কর্মশক্তিকে আরো ক্ষমতায়নের প্রতিশ্রূতি নিয়ে “সবার জন্য সমান স্লাইস” নিশ্চিত করার জন্য পিৎজাহাট বাংলাদেশে এই সাহসী উদ্যোগ নিয়েছে।

স্টোর হ্যান্ডওভার অনুষ্ঠানে, ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত থাপা বলেন, “মহামারির কারণে গত ২ বছর পিৎজাহাটের জন্য অনেক চ্যালেন্জিং ছিল। এই বছর গুলশান ২ এ আমাদের ২০ তম স্টোর খোলা হয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে বছরের শেষ নাগাদ আরো বেশ কয়েকটি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। আজ আমি অনেক আনন্দিত, আমাদের প্রথম মেয়েদের দ্বারা পরিচালিত স্টোর খোলার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করতে পেরেছি।এই আউটলেটে স্টোর ম্যানেজার সহ গ্রাহক পরিষেবা, দোকান পরিচালনা এবং খাদ্য প্রস্তূতি সবকিছু মেয়েদের দ্বারা পরিচালিত হবে।

আমাদের আজকের এই অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব শুধুমাত্র পিৎজাহাটের গ্রাহকদের। পিৎজাহাটের প্রতি তাদের ভালোবাসা এবং আস্থা আমাদেরকে ভবিষ্যতে আরো নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। পিৎজাহাট সবসময় নিজস্ব ব্র্যান্ড ও কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী দিনে আরো মেয়েদের দ্বারা পরিচালিত স্টোর খোলার উদ্যোগ নেয়া হবে। সীমাবদ্ধতা ছাড়িয়ে নতুন কিছু করার এই উদ্যোগ ও অন্যান্য নারীদের অনুপ্রাণিত করে তারা যে উদাহরণ স্থাপন করেছে তার জন্য সম্পূর্ণ টিমকে আমার শুভেচ্ছা।

ট্রান্সকম ফুডস লিমিটেড গ্লোবাল পিৎজাহাটের উদ্যোগ অব্যাহত রাখতে নারীদের সমান অধিকার এবং বৈচিত্রতা নিয়ে কাজ করছে। সারাদেশে ২০টি আউটলেটে ডাইন-ইন, টেক-আওয়ে এবং ডেলিভারির সেবা দিয়ে পিৎজাহাট বাংলাদেশের সমস্ত পিৎজা চেইনগুলোর মধ্যে সবচেয়ে বড় পদচিহ্ন রেখেছে। পিৎজাহাট বাংলাদেশে পিৎজার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছে এবং অতুলনীয় মান ও ক্রমাগত নতুন স্টোর খোলার মাধ্যমে সকল গ্রাহকদের কাছে আরো সহজলভ্য হয়ে উঠেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৫ পিএম says : 0
বাংলাদেশের পুরুষ মানুষরা বেকার থাকে আর মহিলাদেরকে উৎশৃংখল বানিয়ে দেশটাকে যিনা ব্যভিচার দেশ বানিয়ে ফেলেছে এখন পুরুষ মানুষ না মহিলা দের মত শাড়ি গহনা পড়ে ঘরের মধ্যে থাকবে আর মহিলারা বাইরে থেকে ইনকাম করে স্বামীকে খাওয়াবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন