বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

যশোরের আকিজ সিটি, নড়াইলের লোহাগড়া ও শেরপুরের নালিতাবাড়িতে এনআরবিসি ব্যাংকের শাখার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৫:৪৬ পিএম

যশোরের আকিজ সিটিতে ৯৭ তম, নড়াইলের লোহাগড়াতে ৯৮ তম ও শেরপুরের নালিতাবাড়িতে এনআরবিসি ব্যাংকের ৯৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ৯৭তম শাখার উদ্বোধন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, সিআইপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকসা টেকস্টিল সান, তুর্কির চেয়ারম্যান মুস্তফা আকিন, ব্যবস্থাপনা পরিচালক এরকান আকিন ও পরিচালক আহমেদ আকিন, আকিজ জুট মিলের কান্ট্রি ডিরেক্টর ইরিসিউঙ্, আকিজ অ্যাসেট ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক শেখ আজরাফ উদ্দিন, মাস্ক এসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মোস্তাক কাদের ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শেখ নাসির উদ্দিন সিআইপি বলেন, এই অঞ্চলের শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের খুলনা শাখার মোখলেছুর রহমান বালী, আকিজ সিটি শাখার ব্যবস্থাপক ইনামুল কবীর, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে নড়াইল জেলার লোহাগড়াতে ৯৮তম শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ ফরহাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নডাইল জেলার এডিসি মো. ফকরুল হাসান, উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান(রূনু), লোহাগড়া পৌরসভার মেয়র আলহাজ মশিউর রহমান, ফরিদপুরের ভাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল হালিম, লোহাগড়া শাখার ম্যানেজবার মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুরের নালীতেবাড়িতে ৯৯ তম শাখার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান। এসময় নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক, নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহ¯্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন