শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

দিনাজপুরে সোনালী ব্যাংকের ১২৩০তম শাখার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৭ পিএম

সোনালী ব্যাংক লিমিটেডের ১২৩০তম দিনাজপুর শিক্ষা বোর্ড শাখার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষাবার্ড দিনাজপুরর চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।

সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস, দিনাজপুর নর্থের ডেপুটি জেনারেল ম্যানজার (ইনচার্জ) আবু হেনা গোলাম সাইয়দ সাকলাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী। এছাড়া জেনারেল ম্যানজার’স অফিস, দিনাজপুরের জেনারল ম্যানেজার মো. রশিদুল ইসলাম, শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. জহির উদ্দীন, উপসচিব মো. লুৎফর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। দিনাজপুর শহরের উত্তর গোবিদপুর এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড নিজস্ব প্রশাসনিক ভবনে অবস্থিত নতুন এ শাখার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন