শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাইডেন রাষ্ট্রের শত্রু : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সমালোচনা করলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পেনসিলভেনিয়ায় এক র‌্যালিতে ট্রাম্প বলেন, জো বাইডেন রাষ্ট্রের শত্রæ। গত মাসের ৮ আগস্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সেদিনের পর তাকে এ প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেলো। ট্রাম্প বলেন, তল্লাশিটি ছিল ন্যায়বিচারের প্রতারণা। এ সময় ট্রাম্প সতর্ক করে বলেন, এটি এমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে যা কেউ কখনো দেখেননি। ওই তল্লাশি সম্পর্কে সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, কয়েক সপ্তাহ আগে আমেরিকান স্বাধীনতার থেকে সত্যিকারের হুমকির এর চেয়ে স্পষ্ট উদাহরণ আর হতে পারে না, আপনারা তা দেখেছেন। আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহার প্রত্যক্ষ করেছি। এদিকে গত সপ্তাহে ট্রাম্পের উদ্দেশে বাইডেন বলেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) এজেন্ডার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। পেনসিলভেনিয়ায় বক্তৃতা দেওয়ার সময় বাইডেন আরও বলেছিলেন, মাগা বাহিনী এই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর। এর জবাবে ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, বাইডেন একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে জঘন্য, বিদ্বেষপূর্ণ এবং বিভেদমূলক বক্তৃতা দিয়েছেন। আপনারা জানতে চান, তিনি রাষ্ট্রের শত্রæ। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন