রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ চলচ্চিত্রের মহানায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে তিনি তার লক্ষ-কোটি দর্শক অনুরাগীকে কাঁদিয়ে অকালেই পৃথিবী ছেড়ে চলে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৪। ১৯৮৪ সালে এফডিসি কর্তৃক আয়োজিত নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত হয়ে মান্নার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। ওই বছরই তওবা নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র অভিনয় জীবনের সূচনা হয়। তারপর নিজ যোগ্যতা-দক্ষতা ও মেধা দিয়ে চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। অসংখ্য দর্শকের প্রিয় নায়কে পরিণত হন। তাকে বাংলা চলচ্চিত্রের মহানায়কও বলা হয়। জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি শুটিং করে যান। মৃত্যুর আগে তিনি প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভ‚ষিত হয়েছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না ফাউন্ডেশনের উদ্যোগে আজ সারাদেশে মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। তার নামে প্রতিষ্ঠিত মান্না ফাউন্ডেশন এখন বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিয়োজিত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন