শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনা যন্ত্রাংশ, এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ বন্ধ করল পেন্টাগন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

কেন্দ্রীয় প্রতিরক্ষা আইন লংঘন করে স্টিল্থ ফাইটার জেট বিমানে চীনের তৈরি শংকর ধাতুর যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি জানতে পেরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় লকহিড মার্টিন করপোরেশনের এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে পেন্টাগন জানিয়েছে শংকর ধাতুর তৈরি চুম্বকের এই যন্ত্রাংশ কোনো নিরাপত্তা ইস্যু তৈরি করছে না। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র রস গোয়েমারে এ বিষয়ে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি এই চুম্বকটি কোনো তথ্য পাঠাতে পারে না বা এটি এয়ারক্রাফটের কোনো ক্ষতি করতে পারে না। এরসঙ্গে বিমানের কর্যকারিতা, মান বা নিরাপত্তা ঝুঁকির মতো বিষয়গুলো কোনো ইস্যু সৃষ্টি করছে না এবং বহরে থাকা এফ-৩৫ যুদ্ধ বিমানগুলোর স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাচ্ছে’। এদিকে কোম্পানিটি নিজেদের উদ্যোগেই নীতি লংঘনের বিষয়টি রিপোর্ট করেছে আর কীভাবে ঘটনাটি ঘটলো সে বিষয়টি পর্যালোচনা করছে। তবে পেন্টাগন জানায়নি যে, ঠিক কতটি এয়ারক্রাফ্টের সরবরাহ দেরি হবে বা কয়টি যুদ্ধবিমানে এই শংকর ধাতুর যন্ত্রাংশ পাওয়া গেছে। কোম্পানিটির এ বছর ১৫৩টির মতো এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের কথা রয়েছে যার মধ্যে ৮৮টি ইতোমধ্যে সরবরাহ করাও হয়েছে। এফ-৩৫ হলো বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। যুক্তরাষ্ট্রের সামরিক বহরে এ ধরনের যুদ্ধবিমান আছে কয়েকশ, যার রয়েছে তিনটি ধরন। প্রচলিত উড্ডয়ন ও অবতরনের সুবিধা নিয়ে এফ-৩৫-এ যা দেশটির বিমান বাহিনী ব্যবহার করে আসছে, আড়াআড়ি অবতরনের সুবিধাসম্পন্ন নৌবাহিনীর বহরে থাকা এফ-৩৫-বি এবং এফ-৩৫-সি যা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অপারেশনে ব্যবহার হয়। সিএনএন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন