তারকা দম্পতি শাবনাজ-নাইমের ছোট মেয়ে মাহাদিয়া নাইম। শোবিজে তার আগমন ঘটেছে সঙ্গীতশিল্পী হিসেবে। একমাস আগে নিজের ইউটিউব চ্যানেলে প্রথম মৌলিক গান ‘দিনগুনে’ প্রকাশ করে মাহাদিয়া। গানটি প্রকাশ করে মাহাদিয়া খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই তার গানের প্রতি প্রবল আগ্রহ। পড়াশুনার পাশাপাশি গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। মাহাদিয়া জানান, গানের প্রতি আমার আবেগ ও ভালোবাসা অন্যরকম। আমার বাবা-মা’র প্রতি কৃতজ্ঞ যে, তারা অনুপ্রেরণা না দিলে গান করা হতো না। কৃতজ্ঞ আমার বড় বোন নামিরা’র প্রতি। আমার গানের যারা নিয়মিত শ্রোতা ও দর্শক তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। প্রথম গান প্রকাশের পর তাদের উৎসাহ আমাকে অনুপ্রানিত করেছে। এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে। আশা করছি, আগামীতে আরও নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারব। গান নিয়েই এগিয়ে যেতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন