টিভিতে অনেক সময় সংবাদ পাঠ হয় লাইভে অর্থাৎ সরাসরি। সেখানে কাট করার উপায় থাকে না। পাঠক বা পাঠিকা পড়তে থাকেন। আর তা সরাসরি পৌঁছে যায় দর্শকদের টিভির পর্দায়। সেখানে মাঝে কিছু হলে তাও ধরা পড়বে ক্যামেরায়, দেখতে পাবেন সকলেই।
এমনই এক লাইভ খবরে খবর পড়ছিলেন ফারাহ নাসির নামে এক সংবাদ পাঠিকা। কানাডার একটি সংবাদ মাধ্যমে পাকিস্তানের ভয়াবহ বন্যা নিয়ে তিনি তখন খবর বলছেন। এমন সময় হঠাৎ তার গলা যায় আটকে। পরক্ষণেই মুখটা কেমন যেন একটা করে ওঠেন তিনি। পরে গলাটা কিছুটা সামলে নিয়ে খবর পড়া শেষ করেন।
কী হল তখন? গলা আটকে গেল কেন? এসব প্রশ্নের উত্তর কানাডার ওই সংবাদ পাঠিকা নিজেই দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন যে, স্টুডিওয় উড়তে থাকা একটি মাছি আচমকাই তার মুখে ঢুকে যায়। আর মুখে ঢোকার পর তিনি সেটাকে গিলেও ফেলেন। আর ঠিক সেই কারণেই তার মুখটা অমন হয়ে গিয়েছিল। সূত্র : নীলকণ্ঠ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন