কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রহিমপুর এলাকা ঘেষা ভারতীয় সীমান্তের অংশ থেকে বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম তুষার খান। সে নওগাঁ জেলার রাণীনগর গ্রামের মুসলিম খানের পুত্র। কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলে তার ফুফুর বাড়িতে বেড়াতে এসে মৃত্যুর শিকার হয়।
ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে ভারতীয় এক নাগরিক ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে সীমান্তে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে পড়ে থাকতে দেখে মসজিদের ইমামকে জানান। পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে অবগত করেন। খবর পেয়ে বিজিবির শশীদল বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভারত অংশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিএসএফও ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিজিবি-বিএসএফের মধ্যে অজ্ঞাত যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে দফায় দফায় আলোচনা হয়। বিজিবি ও বিএসএফ দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় যুবককে বাংলাদেশে যথা সময়ে নিয়ে আসা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকেলে ওই যুবকের ফুফু আসমা বেগম যুবকের ছবি ফেসবুকে দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিএসএফের সাথে বৈঠক করে ওই যুবকের লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কাজী তানভীর আবসাল বলেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় ঘটনাস্থলে এসে প্রাথমিক পরীক্ষা করে ওই যুবককে মৃত পাই। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই যুবকের ফুফু আসমা বেগম জানান, তার স্বামীর অসুস্থতার খবর শুনে বুধবার কুমিল্লা সদর হাসপাতালে দেখতে আসে ভাইপো তুষার খান। পরে হাসপাতাল থেকে ব্রাহ্মণপাড়ার শশীদলে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার ভোর থেকেই তুষারের কোনো সন্ধান না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে শ্বশুরবাড়ির লোকজন। পরে ফেসবুকে অজ্ঞাত পরিচয় তুষারের ছবি দেখে ফুফু আসমা বেগম বিষয়টি বিজেপিকে জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন