ময়মনসিংহ সদর উপজেলায় ধান ক্ষেতের পাশে পড়ে থাকা অবস্থায় মৌসুমি আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্রপ্রক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিহত মৌসুমি আক্তার পাশর্^বর্তী মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য (কনস্টেবল) সুজন হাসানের স্ত্রী। বর্তমানে সুজন হাসান নারায়ানগঞ্জ পুলিশে কর্মরত বলে জানা গেছে।
বুধবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা এলাকার একটি ধান ক্ষেতের পাশ থেকে এই লাল উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
দুপুর ১টায় কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মৌসুমি আক্তারের সাথে পুলিশ সদস্য সুজন হাসানের দাম্পত্য বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আদালতে যৌতুক মামলা চলছে। এ কারণে মৌসুমি কিছুদিন ধরে পাশ^বর্তীতে গ্রামে তার বাবার বাড়ীতে বসবাস করছিল।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মৌসুমি আক্তারকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন