শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাকির হোসেন রাজুর নতুন সিনেমা চাদর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

দীর্ঘদিন পর গুণী নির্মাতা জাকির হোসেন রাজু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সরকারী অনুদানপ্রাপ্ত এফডিসি’র প্রযোজনাধীন দুটি সিনেমার একটি পরিচালনা করবেন তিনি। সিনেমাটির নাম ‘চাদর’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও শবনম বুবলী। জাকির হোসেন রাজুর সিনেমার প্রতি দর্শকের আলাদা আকর্ষণ রয়েছে। তার সিনেমা মানে ও গল্প ও মনকাড়া গানের সিনেমা। সম্প্রতি এ সিনেমার গানের কাজ শুরু করেছেন রাজু। গানগুলো তিনি নিজেই লিখেছেন। সুর ও সঙ্গীত করবেন দুই তরুণ সঙ্গীত পরিচালক সোহেল রাজ ও এস আই শহীদ। গত ৭ সেপ্টেম্বর এফডিসিতে আনুষ্ঠানিকভাবে তাদের চুক্তিবদ্ধ করা হয়। জাকির হোসেন রাজু বলেন, আমি সবসময়ই নতুন কিছু ভাবতে চেষ্টা করি। নতুনদের সাথে কাজ করার চেষ্টা করি। সেই জায়গা থেকেই সোহেল ও শহীদকে সিনেমাটির সাথে যুক্ত করেছি। তারা দুজনই মেধাবী ভালো কিছু করার ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ানো তরুণ। আমার বিশ্বাস, যেমনটা চাই তেমনই হৃদয় ¯পর্শ করা সুর ও গান তারা এ সিনেমায় উপহার দেবেন। রাজু বলেন, আমি সিনেমায় গানের ক্ষেত্রে খুবই সিরিয়াস। আমার প্রায় সব সিনেমার গানগুলো আলাদা যত্ন নিয়ে করা, সবাই গ্রহণ করেছে। আশা করি ‘চাদর’ সিনেমার গানগুলোও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। জাকির হোসেন রাজু জানান, আগামী সপ্তাহেই গানের রেকর্ড হবে। আগামী ১০-১২ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে সাইমন-বুবলী ছাড়া আরও অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন