শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিকলীতে মায়ের হাতে ছেলে খুন, মা গ্রেপ্তার

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম | আপডেট : ৬:০৭ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাজনপুর গাছতলা গ্রামের করিম মিয়ার ছেলে জুবায়ের (৩) মা চাদনীর হাতে গতরাত ৮ ঘটিকায় সময় খুন হয়।

নিকলী থানার এস,আই এমদাদুল বলেন, এ হত্যার রহস্য উদঘাটন করার জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করে জানতে পারে যে, মা চাদনী তার শিশু সন্তানকে পুকুরের পানিতে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর, জুবায়েরকে পুকুরের পাকা ঘাটে রেখে চলে যায়। তথ্য উপাথ্য সংগ্রহের পর, রাত ১২ টায় চাদনীকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা নাম প্রকাশ নাকরার শর্তে এ প্রতিনিধিকে জানান, বিভিন্ন সময় চাদনীর বিরুদ্ধে পরকিয়া প্রেমের অভিযোগে রয়েছে।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ মুনসুর আলী আরিফ বলেন, আসামি চাদনী হত্যাকান্ডের ঘটনা নিজে করেছে তা জবান বন্ধিতে স্বীকার করেছে। নিহতের বাবা আঃ করিম বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে মামলা নাম্বার ৩।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন