শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরো একটি বিদেশি জাহাজ আটক করল ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৪ পিএম

ইরান থেকে সাড়ে ৭ লাখ টনের বেশি ডিজেল পাচারের অভিযোগে উপসাগরে একটি বিদেশী জাহাজ আটক করেছে দেশটির অভিজাত রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে জাহাজটি অথবা এর ক্রুরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরএনএ। দেশটির সরকারি এই সংবাদ সংস্থা বলেছে, জাহাজটি থেকে সাতজন ক্রুকেও আটক করা হয়েছে। বর্তমানে তাদের ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জ্বালানিতে ইরানের সরকারের ব্যাপক ভর্তুকি আর জাতীয় মুদ্রার মান কমে যাওয়ায় বিশ্বে সবচেয়ে সস্তায় তেল পাওয়া যায় দেশটিতে। যে কারণে ইরান থেকে প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় অঞ্চলে সুমদ্রপথে তেল চোরাচালান হয়। স্থল এবং সমুদ্রপথে তেলের চোরাচালান ঠেকাতে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী রীতিমতো লড়াই করছে।
উপসাগরে জ্বালানি পাচারের অভিযোগে গত কয়েক মাসে ইরানের রেভ্যুলশনারি গার্ড কোরের সদস্যরা কয়েকটি জাহাজ আটক করেছে। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন