শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চার বছর অ্যালবাম করলেন সংগীত পরিচালক অমিত চ্যাটার্জী

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর ফিচারিং অ্যালবাম করলেন সংগীত পরিচালক অমিত চ্যাটার্জী। অ্যালবামের নাম ‘হƒদয়ের সীমানায়’। অ্যালবামটিতে গান রয়েছে ৬টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, বেলাল খান, ইলিয়াস হোসাইন, স্বরলিপি, লুইপা, নওরীন শরীফ শার্লিন, কাজী শুভ, আবিদ ও ইতি। গানের কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী, সুদীপ কুমার দীপ ও আরমান সিদ্দিকী। সব গানের সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জী। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রæয়ারিতে অ্যালবামটি প্রকাশিত হবে বলে অমিত জানিয়েছেন। লিমো মিউজিকের সার্বিক তত্ত¡াবধানে প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড থেকে অ্যালবামটি প্রকাশিত হবে। এ প্রসঙ্গে অমিত চ্যাটার্জী বলেন, ‘২০১২ সাল থেকে আমি মূলত চলচ্চিত্রের গান নিয়েই ব্যস্ত ছিলাম। কোন পূর্ণাঙ্গ অ্যালবামের কাজ করিনি। এবার দীর্ঘদিন পর ভালোবাসা দিবসের জন্য পূর্ণাঙ্গ একটি অ্যালবাম করলাম। অ্যালবামের সব গানই রোমান্টিক। চমৎকার কথার শিল্পীরাও গেয়েছেন বেশ ভালো। আশা করি, শ্রোতাদের কাছে অ্যালবামের গানগুলো ভালো লাগবে। আর ভালোবাসা দিবসের আগেই অ্যালবামের টাইটেল সংটির মিউজিক ভিডিও প্রকাশ করার ইচ্ছা রয়েছে। সেটিও আশা করি দর্শকদের কাছে সমাদৃত হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন