রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাঁচ দিন পর আজ যে কোন সময় বিএসএফ লাশ হস্তান্তর করবে

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৯ এএম | আপডেট : ১২:০১ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২২

দিনাজপুর দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী স্কুল ছাত্রের লাশ আজ সোমবার যে কোন সময় হস্তান্তর করা হতে পারে। সকাল দশটায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ দিন ধরে নিয়তের পিতা-মাতা ও স্বজনেরা সীমান্তে লাশের জন্য অপেক্ষা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র মতে ভারতীয় পুলিশ বাংলাদেশী পুলিশের কাছে লাশ হস্তান্তর করবে। এ সময় উপস্থিত থাকবেন বিজিবি ও বিএসএফের সদস্যরা। কিন্তু এখন পর্যন্ত বিএসএফ সদস্যরা ক্লাস হস্তান্তরের স্থান ও সময় সম্পর্কে কোন বার্তা না দেওয়ায় বাংলাদেশী পুলিশরা ঘটনা স্থলে উপস্থিত হয় নি। লাশ হস্তান্তর নিয়ে বিএসএফ ের লুকোচুরি খেলায় সজনরা শঙ্কিত হয়ে পড়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া ৫ দিন অতিক্রান্ত হওয়ায় লাশ কতটুকু ভালো থাকবে এ বিষয়টিও সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। উল্লেখ্য গত বুধবার রাত দশটায় ৩১৫ নাম্বার মেইন পিলার এর কাছে বিএসএফের গুলিতে মিনারুল নামে নবম শ্রেণী ছাত্র নিহত হয়। পরে তার লাশ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যায়। ঐদিন আরো দুইজন গুলিবিদ্ধ হয়ে সে বলে স্থানীয় লোকজনেরা জানিয়েছেন। তবে তাদের ব্যাপারে কেউ কোন সঠিক তথ্য দিতে পারেনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন