লক্ষ্মীপুরের কমলনগরে মো. হাবিব তালুকদার (১৯) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার রাতে উপজেলার মেঘনা নদীর মাতাব্বরহাট মাছঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিব বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মজু চৌধুরীরহাট নৌ পুলিশের ইন্সপেক্টর মো.আবু তাহের বলেন, গত সোমবারে (১২ সেপ্টেম্বর) মেঘনার নদীর বরিশালের হিজলা এলাকায় মাছ ধরার সময় নৌকা ডুবে সে নিখোঁজ হয়। স্রোতের টানে কমলনগরের মাতাব্বরহাট মাছঘাট এলাকা এসে মরদেহ আটকা পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কমলনগর থানা পুলিশের সহযোগিতায় হাবিবের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন