নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় আজমল ফুয়াদ আলভী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ১৪সেপ্টেম্বর রাত ১টার দিকে মদনপুর-মদনগঞ্জ মহা সড়কে হাজীপুর ও ফরাজীকান্দা এলাকায় হান্ডুর পুলের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তরব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।
আজমল ফুয়াদ আলভী মদনগঞ্জ লক্ষ্যারচর দক্ষিণ পাড়া এলাকার কবির মিয়ার ছেলে ও আল-মামুনের ভাগিনা।
জানা যায়, ওই দিন রাতে দুর্ঘটনার সময় আলভী নিজেই মোটরসাইকেল চালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ছিলেন। এসময় মদনপুর-মদনগঞ্জ মহা সড়কে হাজীপুর ও ফরাজীকান্দা এলাকায় হান্ডুর পুলের পাশে অবস্থিত ময়লার স্তূপের সামনে বৃষ্টির পানি জমে থাকা গর্তের মধ্যে স্লিপ কেটে মোটরসাইকেল আরোহী আলভী বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়।এবং তার পিছনে থাকা আলভীর বন্ধু অনিকের অবস্থাও আশঙ্কা জনক বলে জানান তার পিতা আলীনগর নিবাসী জিয়াবল মিয়া।তাকেও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থল এবং নিহতের বাড়ি পরিদর্শন করেছেন বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই শিহাব আহম্মেদ। তিনি জানান, তার এই মৃত্যু টাকে একটি দূর্ঘটনা বলেই মনে করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন