শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কমলনগরে মেঘনা নদীতে জলদস্যুর হামলায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৭ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে জলদস্যুর হামলায় দুই জেলে নিখোঁজ হওয়ার একদিন পরে মো. হাসানের(১১) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার দুপুরে মেঘনার গজারিয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার লুধুয়া এলাকার মাজ নদীতে জলদস্যুরদের হামলায় দুই জেলে নিখোঁজ হয়। নিখোঁজ আরেক জেলে করইতলা এলাকার বাসিন্দা নজু বয়াতির (৫৫) এখনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মাতাব্বরহাট মাছঘাটের দেলোয়ার মাঝি ও বশির মাঝি নৌকায় জেলেরা মাছ ধরতে যায়। রাত আনুমানিক ১০টার দিকে জলদস্যুরা তাদের নৌকায় আক্রমণ করে সকল মালামাল নিয়ে যায়। এ সময় জলদস্যুদের হামলায় নজু বয়াতি ও হাসান নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে টহলরত নৌ পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা চালায়।

মজু চৌধুরীরহাট নৌ পুলিশের ইন্সপেক্টর মো. আবু তাহের বলেন, নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আরেক জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন