শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাংলার গায়েন ইউএসএ’র চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম সবুজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আরটিভির সঙ্গীত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন ইউএসএ’-এর চ্যাম্পিয়ন হয়েছেন নিউয়র্কের খায়রুল ইসলাম সবুজ। সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চ্যাম্পিয়নের হাতে পুরস্কার ক্রেস্ট ও চেক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকসহ বিচারক মন্ডলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। চূড়ান্তভাবে মনোনীত ১১ প্রতিযোগী এদিন পারফর্ম করেন। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বাংলার গায়েন ইউএস অনুষ্ঠান বাংলার লোকসঙ্গীতের সঙ্গে প্রবাসী তরুণ প্রজন্মের মেলবন্ধন তৈরী করবে। তারা প্রবাসে থেকেও বাংলা গানের চর্চা করে এবং বাংলা গানকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যে তা দেখে সত্যি খুব ভালো লাগছে। আরটিভিকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। আটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম বলেন, প্রবাসীদের শেকড়ে ফেরা ও বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এবং বিশ্বের সব মানুষের কাছে ছড়িয়ে দিতেই আরটিভির এই আয়োজন। তিনি শিল্পীদের প্রতি আজীবন বাংলা গান ও বাংলাদেশের মানুষকে ভালোবাসার আহ্বান জানান। উল্লেখ্য, গত মার্চে যুক্তরাষ্ট্রে অডিশনের মাধ্যমে ৩শ’র বেশি প্রতিযোগীর মধ্যে ১১ জন শিল্পী বাছাই করা হয়। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত তরুণ শিল্পীদের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র স্থাপন হয়। ঢাকায় চলে কয়েক রাউন্ডের প্রতিযোগিতা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইমন সাহা, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। প্রতিযোগিতা ফাস্ট রানার আপ হন নিউয়র্কের চন্দ্রা রায়, সেকেন্ড রানারআপ হন যৌথভাবে নিউইয়র্কের আলভান চৌধুরী এবং বাফেলোর নাজিয়া রহমান ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন