শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুক্তি পেয়েছে নতুন সিনেমা বীরত্ব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মুক্তি পেয়েছে সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমা ‘বীরত্ব’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ইমন ও সালওয়া। সিনেমাটি ৩৩টি হলে মুক্তি পাবে। সিনেমা মুক্তির আগে বিভিন্ন হাসপাতালে গিয়ে প্রচারনা চালিয়েছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। চিত্রনায়ক বলেন , পুলিশ, র‌্যাব নিয়ে অনেক ভালো সিনেমা হচ্ছে। তারা দেশের জন্য বীর হলেও ডাক্তাররাও কোনো অংশে কম নন। সর্বশেষ প্রমাণ পেয়েছি করোনাকালে। ডাক্তাররা জীবন বাজী রেখে আমাদের সেবা দিয়েছেন। কিন্তু ডাক্তারীর মতো মহান পেশা নিয়ে দর্শক এখনো ভালো সিনেমা দেখেনি। আমাদের বীরত্ব ডাক্তারদের গল্প নিয়ে। এ কারণে দেশের বড় বড় ডাক্তারদের কাছে যাচ্ছি। তাদের সিনেমাটি স¤পর্কে জানাচ্ছি। প্রচারণার মাধ্যমে দেশের মানুষের সামনে যাদেরকে বীর-এর মতো রিপ্রেজেন্ট করা হয়েছে সেই বার্তাটাই দিচ্ছি। ইমন বলেন, জীবনে বহু চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এতো গভীরভাবে চরিত্রের সঙ্গে মিশে যেতে পরি নাই। সিনেমাটিতে অভিনয়ের সময় অদ্ভুত ভালো লাগা কাজ করছে। এরকম চরিত্র পাওয়া যেকোনো অভিনেতার জন্যই একটা বড় অর্জন। পরিচালক অনেক পরিশ্রম করে সিনেমাটি নির্মাণ করেছেন। সিমোটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে সালওয়ার। তিনি বলেন, আমি এই সিনেমায় ডাক্তার চরিত্রে অভিনয় করেছি। আমরা প্রত্যেকে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নিপুন আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন প্রমুখ। নির্মাতা সাইদুল ইসলাম রানা বলেন, এই সিনেমায় ডাক্তারদের পজিটিভভাবে তুলে ধরা হয়েছে। এজন্য বিভিন্ন মেডিক্যাল কলেজে যাচ্ছি। তাদের বলছি, আপনারা হলে সিনেমাটি দেখতে আসেন। সিনেমাটি শতভাগ মৌলিক গল্পে নির্মিত হয়েছে। এটির চিত্রায়ণে ব্যবহার করা হয়েছে ১২০টি লোকেশন। এক লোকেশন সিনেমায় দ্বিতীয়বার দেখানো হয়নি। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন