শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ও কারো পরামর্শ শুনতে চায় না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:২৭ পিএম

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কারো পরামর্শ শুনতে চায় না বলে অভিযোগ করেছেন পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) টিম করাচি কিংসের সাবেক কোচ হার্সেল গিবস। বাবর ওই দলের অধিনায়ক ছিলেন।

টুইটারে এক ভক্ত গিবসকে প্রশ্ন করলে রি-টুইটে সাবেক দক্ষিণ আফ্রিকান এই তারকা ক্রিকেটার এ মন্তব্য করেন।

গিবস বাবরের ব্যাটিং নিয়ে আপত্তি তুলেছেন। ‘ও যদি আরো অ্যাটাকিং অপশনে যেত, তাহলে ওর স্টাইক রেট আরো ভালো হতে পারত’ গিবসের এই টুইটের উত্তর জানতে চান ওই ভ্ক্ত। তখনই তিনি জানান, ‘বাবর আজম কারো পরামর্শ শুনতে চায় না।’

গিবস আরো বলেন, ‘বাবর নিজের পৃথিবীতে ব্যস্ত থাকে। ব্যাটিং নিয়ে অন্য কারো পরামর্শ খুব বেশি শুনে না ও।’

এশিয়া কাপে ফর্ম না থাকা ও খেলোয়াড় নির্বাচনে বাবরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করছেন ভক্তরা। বিশেষত অভিজ্ঞ শোয়েব মালিক দারুণ ফর্মে থাকলেও তাকে ধারাবাহিক উপক্ষা করে বেশ সমালোচিত পাকিস্তানি অধিনায়ক বাবর। সূত্র : জিও নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন