শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঢাকা আসছেন কবীর সুমন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন বাংলাদেশের আসছেন। প্রায় ১৩ বছর পর তিনি বাংলাদেশে আসছেন। ২০০৯ সালের অক্টোবরে তিনি এসেছিলেন। আগামী মাসে তিনি আসবেন ১৯৯২ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে। ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে তিন গান পরিবেশন করবেন। এর মধ্যে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক গান পরিবেশন করবেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইশতিয়াকুল ইসলাম খান বলেন, সরকারি অনুমতি পাওয়ার জন্য আমরা আবেদন করেছি, আশা করছি শিগগির অনুমতি পেয়ে যাব। টিকিট কেটে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ১৯৯২ সালে কবীর সুমনের ‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশের পর দুই বাংলায় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। জীবনমুখী বাংলা গানের গায়ক হিসেবে তিনি পরিচিতি পান। একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন