রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রান্তিক জনগোষ্ঠীল জীবনযাপন নিয়ে চলচ্চিত্র সাঁতাও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সাঁতাও’। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত হয়েছে এর কাহিনী। সিনেমাটির পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন। প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার সজ্জন। সিনেমাটি সম্প্রতি সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জুলফিকার চঞ্চল, মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ প্রমুখ। স¤পাদনা, রং-বিন্যাস, এফেক্ট ও টাইটেল, সাউন্ড ডিজাইন ও সাউন্ড মিক্সিং করেছেন সুজন মাহমুদ। শব্দ গ্রহণে ছিলেন নাহিদ মাসুদ। চিত্রগ্রহণে ছিলেন সজল হোসেন, ইহতেশাম আহমদ টিংকু ও খন্দকার সুমন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন