চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের চারটি প্রামাণ্যচিত্র নিয়ে আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ভারতের কর্ণাটকের ‘ওয়াদিয়া সেন্টার’-এ একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে তানভীর মোকাম্মেলের ‘বনযাত্রী’, ‘অয়ি যমুনা’, ‘জাপানী বধূ’ ও ‘কর্ণফুলীর কান্না’ প্রামাণ্যচিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসবের শেষ দুই দিন পরিচালক তানভীর মোকাম্মেল উপস্থিত থেকে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। এরপর বেঙ্গালোরে ‘বেঙ্গালোর ইন্টারন্যাশনাল সেন্টার’-এ ১৭ অক্টোবর তানভীর মোকাম্মেলের কাহিনীছবি ‘জীবনঢুলী’ প্রদর্শিত হবে এবং চলচ্চিত্র প্রদর্শনীর পরে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১২ অক্টোবর তানভীর মোকাম্মেল ‘নাইনটিন ফোরটি সেভেন পার্টিশন ইন মাই ফিল্মস’ শিরোনামে ক্রিস্ট ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা প্রদান করবেন এবং ১৮ অক্টোবর ক্রিস্ট ইউনিভার্সিটিতে ওঁর প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’ প্রদর্শিত হবে। এসব অনুষ্ঠানে অংশ নিতে তানভীর মোকাম্মেল ১১ই অক্টোবর বাঙ্গালোর যাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন