গফরগাঁও উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবকের নাম রাজু সরকার (২৭)। তিনি উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের লক্ষনপুর গ্রামের মোজাম্মেল সরকারের ছেলে। গত শনিবার রাতে যুবকের নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা-রাতের দিকে উপজেলার লক্ষনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাজু সরকার সন্ধ্যায় নিজ ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। পরে স্বজনরা দীর্ঘ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ঘরের সাথে ঝুলছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, পারিবারিক কলহের মান-অভিমানের জেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা কর হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন