রংপুরে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে শামীম মিয়া নামের এক নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামীম মিয়া জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে এসে শামীমকে শুয়ে থাকতে দেখেন। ডাকা-ডাকির পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। কাছে গিয়ে দেখেন সে মৃত অবস্থায় পড়ে আছে এবং মুখ দিয়ে লালা ঝরছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারন জানা যায়নি। শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম জানিয়েছেনন, শামীম প্রায় দেড় বছর থেকে এখানে নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করে আসছে। দশ দিন আগে সে বিয়ে করেছে। ##
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন