শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইত্যাদিখ্যাত আকবরের দুটি কিডনি নষ্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কেটে ফেলতে হবে ডান পা। ফেসবুকে এক স্ট্যাটাসে আকবরের মেয়ে অথৈ জানান, আব্বুর অবস্থা খুবই খারাপ। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছে। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে। এদিকে গত সপ্তাহ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আকবর। আকবরের স্ত্রী জানান, চিকিৎসকরা বলেছেন, আকবরের ডান পা কেটে ফেলতে হবে। এখন না কাটলে সংক্রমণ ছড়াবে শরীরের অন্য অংশে। উল্লেখ্য, আকবর ডায়াবেটিক ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানান অসুখে ভুগছেন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। আকবর ২০০৩ সালে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন। এরপর তার অ্যালবামসহ অনেক গান প্রকাশিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন