হানিফ সংকেতের দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ধারণ করা হয়েছে ঝালকাঠিতে। গতকাল বিকেল ৫টায় ঝালকাঠির গাবখান ব্রীজ সংলগ্ন ধানসিঁড়ি ইর্কোপার্কে ইত্যাদি ধারণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দেখার জন্য জনসাধারণকে উন্মুক্ত করে দেয়া হয়। তবে অনুষ্ঠানটি দেখার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ, একটি আমন্ত্রণপত্র এক জনের জন্য, ১৪ বছরের কম বয়সীদের সঙ্গে না নিয়ে আসা, কোনো প্রকার হ্যান্ডব্যাগ ও ক্যামেরা সঙ্গে না আনা, দৃশ্যধারণ চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। ইত্যাদির মঞ্চধারণের আগে ঝালকাঠির পেয়ারা বাগান, জমিদার বাড়ি, শেরে বাংলার জন্মস্থান ও শীতলপাটি, ছুরিচোরা মসজিদ, গালুয়া পাকা মসজিদ ও আঙ্গারিয়া খানবাড়ি মসজিদ, ধানসিঁড়ি নদীসহ জেলার নানা ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ওপর প্রতিবেদনের শুটিং করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর ইত্যাদি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন