শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিয়ন্সে এবং বিলি আইলিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

দুই জনপ্রিয় গায়িকা বিয়ন্সে (ছবিতে বামে) এবং বিলি আইলিশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হল অফ ফেইমে অন্তর্ভুক্ত হয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৩ সালের সংস্করণে একাধিকবার বিয়ন্সে এবং বিলি আইলিশের নাম উল্লিখিত হয়েছে। এ পর্যন্ত তাদের রেকর্ড সৃষ্টিকারী অবদানে জন্য বইটিতে তাদের নাম এসেছে। ১৯৫৫ থেকে এই বিশ্ব রেকর্ডের বইটি প্রকাশিত হয়ে আসছে। আইলিশের নাম দুবার এসেছে ‘বছরের নারী শিল্পীদের মধ্যে সর্বাধিক গ্র্যামি মনোনয়ন’ এবং সবচেয়ে কম বয়সে (২০) ‘ফিল্মের সঙ্গীতে ত্রিমুকুট (অস্কার, গোল্ডেন গ্লোব এবং গ্র্যামি; ‘নো টাইম টু ডাই’) জয়’-এর জন্য অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে, বিয়ন্সের নাম যুক্ত হয়েছে এক ডজনেরও বেশি ক্ষেত্রে অবদানের জন্য; এর মধ্যে একটি হল প্রথম ছয়টি স্টুডিও অ্যালবাম (তার সর্বশেষ ৭ম অ্যালবাম ‘রেনেসাঁ’ সম্প্রতি মুক্তি পেয়েছে) এবং নারী কণ্ঠশিল্পীদের ক্ষেত্রে সর্বোচ্চ বার্ষিক আয়। এছাড়া তার নাম এসেছে সর্বোচ্চ টুইটার সংশ্লিষ্টতার জন্য। তার আরেক অন্তর্ভুক্তি স্বামী জে-যির সঙ্গে হলিউডে সর্বোচ্চ উপার্জনকারী দম্পতি হিসেবে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হল অফ ফেইমে এছাড়াও কে-পপ ব্যান্ড বিটিএস, জিমন্যাস্ট সিমোন বাইল্স এবং গ্রেটা থুনবার্গের নাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন