প্রখ্যাত চলচ্চিত্রকার শফি বিক্রমপুরীর মালিকানাধীন মালিবাগের পদ্মা ও সুরমা সিনেমা হল দুটি ভেঙে ফেলা হচ্ছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হল দুটি ভেঙে এসকেসিডি পদ্মা টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণ করা হবে। এর মাধ্যমে সিনেমা হল ভেঙে ফেলার তালিকায় আরও দুটি হল যুক্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে ঢাকায় রূপমহল, তাজমহল, মানসী, গুলিস্তান, শাবিস্তান, পূর্ণিমা, নাজ, রাজমনি, রাজিয়া, জোনাকী, বিউটি, জ্যোতি, মল্লিকাসহ আরও অনেক সিনেমা হল ভেঙে বহুতল ভবন নির্মাণ করে মার্কেট বানানো হয়েছে। নবনির্মিত এসব মার্কেটের কোন কোনটিতে একটি করে সিনেপ্লেক্স রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন