বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নারীর পেটে মিলল ৫৫টি ব্যাটারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঘটনাটি আয়ারল্যান্ডের ডাবলিনের। সেখানকার সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি হসপিটালে পেটের সমস্যা নিয়ে এসেছিলেন ৬৬ বছরের এক নারী। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর চোখ কপালে ওঠে চিকিৎসকদের! কেননা, এক্স-রে রিপোর্টে দেখা যায়, ওই নারীর পেটে রয়েছে ৫৫টি ব্যাটারি। বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। তবে কীভাবে ব্যাটারিগুলো ওই নারীর পেট গেল কিংবা কী কারণে তিনি সেগুলো খেয়ে ফেলেছেন তা বলা হয়নি গণমাধ্যমের প্রতিবেদনে। আইরিশ মেডিকেল জার্নালের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যাটারিগুলো তখনও তার পাকস্থলীতে আটকে না যাওয়ায় চিকিৎসকেরা আশা করেছিলেন স্বাভাবিক উপায়ে সেগুলো বের হয়ে যাবে। ওই নারী প্রথম সপ্তাহে পাঁচটি ব্যাটারি বের করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু অন্যগুলো আটকে গিয়েছিল। চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন, ওজনের কারণে ব্যাটারিগুলো পিউবিক হাড়ের ওপরে ঝুলছে। তখন তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রপচারের পর ৪৬টি ব্যাটারি বের করতে সক্ষম হন চিকিৎসকরা। চারটি ব্যাটারি তার মলাশয়ের ওপরের হাঁড়ে আটকে যায়। পরে চিকিৎসকরা ওই চারটি ব্যাটারিকে মলদ্বারে নিয়ে আসতে পেরেছিলেন। যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় সেগুলো বের হয়ে যায়। আইরিশ মেডিকেল জার্নাল, জিওটিভি, হাফপোস্ট, ইকোনমিক টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন