শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আশীষ দেব রয়ের কথা ও সুরে গাইবেন হৈমন্তী শুক্লা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশের গীতিকবি ও সুরকার আশীষ দেব রয়ের লেখা ও সুর করা একাধিক নতুন গান তৈরি হতে যাচ্ছে। নতুন গানগুলোর মধ্যে দুটো গান তৈরি হচ্ছে কলকাতায়। অক্টোবর মাসে গানগুলোর রেকর্ড হবে। এর মধ্যে একটি গান করবেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। আরেকটি গান করবেন সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা মান্না। গান দুটির সঙ্গীত পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের কম্পোজার ঋষি চ্যাটার্জি। ঋষি চ্যাটার্জির নিজস্ব স্টুডিওতে গান দুটির রেকর্ড হবে। গীতিকবি আশীষ দেব রয় বলেন, কলকাতায় আমার লেখা ও সুর করা নতুন একটি গান গাইবেন আমাদের বাংলা গানের গর্ব কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লা। হৈমন্তী শুক্লার গাওয়া নিয়ে দারুণ গর্ববোধ করছি। আশা করছি, আমার অন্যান্য গানের মত এই গান দুটিও দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। উল্লেখ্য, আট শতাধিক গানের গীতিকার ও সুরকার আশীষ দেবরয় সিলেটের শ্রীমঙ্গলের সন্তান। তার লেখা ও সুর করা গান গেয়েছেন পুতুল, দিনাত জাহান মুন্নী, রাজা বশীর, হুমায়রা বশীরসহ আরো অনেকে। নিয়মিতভাবে গান লেখা ও সুর করছেন আশীষ দেব রয়। নিয়মিতভাবেই গানগুলো প্রকাশ হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন