স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন রিয়াজ ও মিম। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সুইটহার্ট সিনেমায় এই জুটিকে দেখা যাবে। সিনেমাটি ১২ ফেব্রæয়ারি মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটিতে রিয়াজ ও মিমের পারফরম করা একটি গান অনলাইনে প্রকাশ করা হয়েছে। ‘কেনোরে তোর মাঝে ডুবে থাকি সারাক্ষণ, কে আমার তুই, শুধু জানে আমার মন’ শিরোনামের গানটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন ও রমা। রোমান্টিক গল্পের এ সিনেমায় রিয়াজ, মিম ছাড়াও অভিনয় করেছেন বাপ্পি, দিতি, প্রবীর মিত্র, শ¤পা রেজা ও উৎপল। গল্প লিখেছেন এস রেজা। সংলাপ লিখেছেন মো: রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছে ডিজিটাল মুভিজ।
মন্তব্য করুন