বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ শিল্পকলায় মঞ্চস্থ হবে পদাতিকের গুনজান বিবির পালা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আজ সন্ধ্যায় ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকটির নির্দেশক সায়িক সিদ্দিকী জানান, নাটকে অনেকটা অংশ ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে উঠে এসেছে গ্রামের আসরে বয়াতিদের শৈল্পিক নাট্যবয়ান। সেই শিল্পের আঙ্গিক প্রায় ৪ মাস পরিশ্রম করে আমাদের পদাতিকের ছেলে মেয়েরা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছে। আমাদের সবার পরিশ্রমের ফসল নাটকটি। নাটকে অভিনয়ে আছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, শাখাওয়াত হোসেন শিমুল, পু¯প, ইকরাম, সালমান শুভ, আবু নাসেম লিমন, মোহাম্মদ ইমরান খাঁন, শরীফুল ইসলাম, জবা, শোভন, জিয়া, জেনি, রোজা। নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সঙ্গীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন