শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কানাডা-আমেরিকায় অবসরে মাছ ধরেন ববিতা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলচ্চিত্র অভিনেত্রী ববিতা বেশ কয়েকমাস ধরে কানাডা ও আমেরিকা’তে অবস্থান করছেন। কানাডায় তার একমাত্র ছেলে অনিক বসবাস করে। ছেলেকে দেখতেই তিনি সেখানে ছুটে যান। সেখান থেকে আমেরিকায় তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যান। এ সময়টা তিনি বেশ আনন্দে কাটান। অবসরে মাছ শিকার করা তার খুব পছন্দ। এটা তার ছোটবেলার শখ। এ শখ এখনো রয়ে গেছে। কানাডায় গেলে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে এবং আমেরিকায় গেলে ভাইদের সঙ্গে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন। এখন তিনি আমেরিকায় আছেন। সেখানে ভাইয়ের সঙ্গেই সময় কাটছে এবং মাছ ধরছেন অবসরে। ববিতা বলেন, ‘যখন আমেরিকায় থাকি তখন ভাই, ভাইদের বাচ্চাদের সঙ্গে নিয়ে মাছ ধরতে যাই। কানাডাতে থাকলে অনিক’ও সময় দেয়ার চেষ্টা করে। সত্যি বলতে কি, আমরা ভাই-বোন ছোটবেলা থেকেই মাছ ধরতে ভালোবাসি। মাছ ধরার বিষয়টি আমি দারুণ উপভোগ করি। এবারও কানাডা, আমেরিকায় মাছ ধরেছি। সময়টা দারুণ কেটেছে।’ ববিতা’কে দীর্ঘদিন নতুন কোন সিনেমায় দেখা যাচ্ছেনা। নতুন কোন সিনেমাতে অভিনয়েরও খোঁজ খবর নেই। আপাতত নতুন কোন সিনেমাতে কাজ করার ইচ্ছা তার নেই। ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয়ে দেখা যায়। নায়িকা হিসেবে প্রায় ২৯০টি সিনেমায় অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Hafizur Rahman ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ এএম says : 0
এখন আর বাংলা ছবির আগের দিন নাই। ভালো সিনেমা আর হয়না।
Total Reply(0)
Nizam Uddin Mazor ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:০০ পিএম says : 0
বাংলাদেশের নায়িকা বিদেশ যাই হইছে জাইল্লা
Total Reply(0)
Shafi Ullah Shepu ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:০০ পিএম says : 0
আহারে কত ভালো ও গুরুত্বপূর্ণ খবর দিলেন!!!
Total Reply(0)
আশার আলো ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:০০ পিএম says : 0
মাছ ধরা শিখতে সরকারি কর্মকর্তাদের এবার আমোরিকা কানাডায় পাঠানোর জন্য জোর দাবি করছি।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন