শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুরু হলো ফেরদৌস-নিপুণ জুটির ৫২ থেকে ৭১

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় প্রথম কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়ক নায়িকা। ফেরদৌস ও নিপুণ প্রথমবারের মতো ঝন্টুর নির্দেশনায় কোন চলচ্চিত্রে কাজ করছেন। চলচ্চিত্রের নাম ‘৫২ থেকে ‘৭১। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজে। গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে পূবাইলে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। এতে ফেরদৌস একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। এর আগে ফেরদৌস ‘গেরিলা’, ‘ধ্রæবতারা’, ‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছিলেন। নিজের প্রযোজিত নির্মাণ চলতি চলচ্চিত্র ‘পোস্টমাস্টার-৭১’-এও তিনি মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। আবারো মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘সবসময়ই আমি মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় আগ্রহ নিয়ে কাজ করি। আমার কাছে মনে হয়, এই ধরনের চরিত্রে কাজ করা আমার দায়িত্ব। তাই কাজের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসাও থাকে। ঝন্টু ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। ক’দিন শুটিং করে এতোটুকু বুঝতে পারছি, অভিনয় না হলে কোনরকম ছাড় দেবার মতো পরিচালক নন তিনি। নিজে তৃপ্ত না হওয়া পর্যন্ত তিনি শুটিং করেনই।’ চলচ্চিত্রটিতে নিপুণ অভিনয় করছেন সখিনা চরিত্রে। নিপুণ বলেন, ‘ঝন্টু ভাই এমনই একজন নির্মাতা, যিনি শিল্পীকে অভিনয় দেখিয়ে দেন কিভাবে অভিনয় করতে হবে। এই সময়ে অনেক পরিচালকের মধ্যে এটা দেখা যায় না। শুধু তাই নয়, তিনি নিজেই ক্যামেরায় দৃশ্য ধারণ করেন। এমন একজন গুণী পরিচালকের নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করাটা সবসময়ই আমি বেশ উপভোগ করি।’ ফেরদৌস ও নিপুণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি চলচ্চিত্র হচ্ছে মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’ ও অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন