শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী পলাতক

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ পিএম

সৌদি ফেরত স্বামী রুবেল হোসেন'র ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হলো এক সন্তানের জননী গার্মেন্টস কর্মী সোনিয়া (২২)। ঘটনাটি ঘটেছে আজ ২৯ সেপ্টেম্বর'২২ ভোর রাতে ঈশ্বরদী পৌর এলাকার বাবু পাড়ায়। থানা, বাড়ির মালিক ও এলাকারবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রুবেল তার স্ত্রী সহ পরিবার পরিজনদের সাথে নিয়ে উল্লেখিত এলাকার একরাম আলী বুদু'র দ্বীতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লাট ভাড়া নেয়। তাদের ফ্লাটের অবস্থান এবং রাতে রান্না করে খাওয়া দাওয়া করে যথারীতি ভেতর থেকে দরজা বন্ধ করতেও দেখা যায়। আজ সকালে তাদের রুমের দরজা খোলা দেখে সন্দেহ হলে বাড়ির মালিক বুদু ভেতরে প্রবেশ করে সোনিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এসময় তার পরনে বোরখা ছিল। নিহত গৃহবধূ সোনিয়া খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুরের হামিদপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে। সে ঈশ্বরদী ইপিজেড'র একজন গার্মেন্টস শ্রমিক। ঘাতক স্বামী রুবেল হোসেনও একই এলাকার বাসিন্দা। হামিম নামে তাদের একটি ৩ বছরের সন্তান রয়েছে। এ'ব্যাপারে ঈশ্বরদী ও পাবনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সিআইডি ও পিবিআই এঘটনার আলামত সংগ্রহ করেছে। সোনিয়ার গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সোনিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, পোস্টমর্টেমে পাঠানো হবে। ঘাতক রুবেলকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন