শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিরামপুরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৫ পিএম

আজ বৃহস্পতিবার, সকালে বিরামপুর পৌর শহরের বেগমপুর মোড়ের পাশে রেল লাইনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পৌর শহরের বেগমপুর গ্রামের নাজির উদ্দিন এর পুত্র মমতাজ(৪৭) আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মৃত্যুর পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইনে ঘুরতে যায় মমতাজ আলী। শারীরিক অসুস্থতা জনিত কারণে রেল লাইনের বসে থাকা অবস্থায় ট্রেন আসলেও দ্রুত রেল লাইন পার হতে না পারায় ট্রেনের ধাক্কায় সে মারা যায়।
পার্বতীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদশক (এসআই )দেওয়ান জিয়া বলেন, নিহত মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে ইডিমা (পানি ধরে সম্পূর্ণ শরীরিল ফুলা) ও কিডনি রোগে ভূগছিলেন।
আজ সকালে বাড়ির অদূরে একাই ঘুরতে গিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন।এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়।
জিআরপি পুলিশ ঘটনার থেকে থেকে লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন