শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মিনিস্টার টিভিতে চলছে অবিশ্বাস্য মূল্যছাড়

মাত্র ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার এলইডি টিভি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম

টিভি দেখার আনন্দ বাড়াতে বাজারের সেরা মিনিস্টার টিভিতে চলছে অবিশ্বাস্য মূল্যছাড়! সাথে আরো থাকছে ৩০০০ টাকার ক্যাশ ভাউচার। টিভির জগতে জনপ্রিয় ও বিনোদনে নতুন মাত্রা যোগ করতে আপনার আস্থা জায়গা বিদ্যুৎ সাশ্রয়ী মিনিস্টার স্মার্ট টিভি। বাজারে সেরা ও সুলভ মূল্যের মিনিস্টার স্মার্ট টিভিতে রয়েছে 4k রেজুলেশন, বর্ডারলেস ও স্লিম ডিজাইন, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আধুনিক টেকনোলজির গুগল ভয়েস কন্ট্রোল, ডুলবে ডিজিটাল সাউন্ড সিস্টেম সুবিধাসহ আরো অত্যাধুনিক সব ফিচার। এছাড়াও মিনিস্টারের প্রতিটি স্মার্ট টিভিতে রয়েছে বিল্ট ইন ক্রমো কাস্ট সিস্টেম। যার মাধ্যমে টিভির সাথে মোবাইল ফোনের ডিসপ্লে যুক্ত করা যাবে। আপনার ভয়েস নির্দেশনায় আপনাকে দেখাবে আপনার পছন্দের চ্যানেল, প্রোগ্রাম কিংবা যেকোনো ইনফরমেশন। মিনিস্টার এলইডি/স্মার্ট টিভিতে রয়েছে ২টি রিমোট, ১০ বছরের সার্ভিস ওয়ারেন্টি ও ৫ বছরের প্যানেল গ্যারান্টিসহ ওয়াল ব্র্যাকেট ফ্রি।

এদিকে, মাত্র ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টারের ২৪ ইঞ্চি ও ১২৯০০ টাকায় ৩২ ইঞ্চি এলইডি টিভি। একই সাথে থাকছে মিনিস্টারের নির্দিষ্ট কিছু মডেলের টিভিতে ৩০০০ টাকার ক্যাশ ভাউচার। তাই দেরি না করে সাশ্রয়ী মূল্যে সেরা মানের মিনিস্টার এলইডি/স্মার্ট টিভি কিনতে চলে আসুন আপনার নিকটস্থ মিনিস্টার শোরুমে কিংবা অর্ডার করুন ঘরে বসেই (অর্ডার করতে কল করুন: 09600 700700)।

অফার সম্পর্কে মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন হেড কে এম জি কিবরিয়া বলেন, “আসন্ন ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপকে ঘিরে নানান ধরনের অফার ঘোষণা করেছে মিনিস্টার গ্রুপ। এসব অফারের মধ্যে অন্যতম অফার “বিশ্বকাপে দেশ কাঁপানো অফার” এ অফারে ক্রেতাগণ মিনিস্টার ব্র্যান্ডের পণ্য কিনে পেতে পারেন দুবাই ভ্রমণের এয়ার টিকিট পুরোটাই ফ্রি, নগদ মূল্যছাড়, প্রিয় দলের জার্সিসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার। আশা করি গ্রাহকরা এসব অফারের মাধ্যমে খুব সহজেই সাশ্রয়ী মূল্যে মিনিস্টার পণ্য কিনতে পারবে।”

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন