বিনোদন ডেস্ক : আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভ্যাগাবন্ড’। জাকির হোসেন উজ্জ্বল-এর রচনা ও জাহিদ হাসান-এর পরিচালনায় নাটকটি প্রচার হবে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, লায়লা হাসান, আলী রাজ, উর্মিলা, সাব্বির আহমেদ, শিল্পী সরকার অপু, হাসান ফেরদৌস জুয়েল, তারিক স্বপন, তানিয়া, আইরিন তানি প্রমুখ। পুলক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যামেস্ট্রিতে ফার্স্টক্লাস পাওয়া যুবক। সন্দেহাতীতভাবেই মেধাবী এবং প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন। কিন্তু যথেষ্ট খামখেয়ালীও। তার সাবজেক্ট ক্যামেস্ট্রি হলেও তার মধ্যে সবসময় একটা দার্শনিক ভাব লক্ষ্য করা যায়। মূলত দর্শনই তার প্রিয় বিষয়। সবসময় নিজের মতো করে বুঝতে চায়। নিজের মতো করে বলতে চায় এবং নিজের যুক্তি আর খেয়াল মতো চলতে চায়। বাবা ইমতিয়াজ আহমেদ অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের একজন প্রজেক্ট ডেভেলপার হিসাবে কর্মরত। মা মিসেস ইমতিয়াজ একজন গৃহিণী। স্বাভাবিক ভাবেই বাবা-মায়ের প্রত্যাশা থাকে ছেলের কাছে। কিন্তু পুলকের কোন কাজে মন নেই। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি করে কেটে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন